ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শামীম হোসেনসহ বেশ কিছু প্রার্থীর জন্য হোয়াটসঅ্যাপে শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক অধ্যাপক ড. আবুল কাসেম মোহাম্মদ (আ ক ম) জামাল উদ্দিনের বিরুদ্ধে। শিক্ষার্থীরা প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এর কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন; যেখানে নির্দিষ্ট প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর উল্লেখ করে তাদের জন্য ভোট চাওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ড. জামালের ভোট চাওয়ার ওই স্ক্রিনশটের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে কয়েকজন প্রার্থী ‘স্বতন্ত্র ছাত্র ঐক্য’, ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ এবং প্রতিরোধ পর্ষদ থেকে রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কোনো প্রার্থীর বিষয়ে ভোট চাওয়ার কোনো প্রশ্নই আসে...