ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট উৎসবে বৃষ্টি বাগড়া দেওয়ার তেমন আশঙ্কা দেখছে না আবহাওয়া অফিস। ছয় বছর পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকে তুলনামূলকভাবে আবহাওয়াটা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। আজকে (সোমবার) তো একটু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, কাল বৃষ্টির সম্ভাবনা কম। “তবে, বর্ষাকাল তো, আকাশ কিছুটা মেঘলা থাকবে। আর সকালের দিকে যদি হালকা বৃষ্টিও হয়, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।” আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক...