সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি এশিয়া কাপের পর্দা উঠছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। ইতোমধ্যে আট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেকে প্রমাণ করতে মরিয়া প্রত্যেক ক্রিকেটার। এর মধ্যে লাইমলাইটে রয়েছেন ৫ জন। যারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নেমে জ্বলে উঠতে পারেন। এরই মধ্যে তারা ব্যাটিং ঝলক দেখিয়েছেন। বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। সেই ৫ ব্যাটার হলেন- ২০২২ সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পারভেজের। তবে ক্রিকেট বিশ্ব তাকে চিনেছে চলতি বছরের মে’তে। শারজায় সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সেঞ্চুরির পর আলোচনায় আসেন তিনি। সেই আমিরাতেই নিজের অভিষেক এশিয়া কাপ খেলতে নামছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছেন পারভেজ। ২০২৫ সালে এখন পর্যন্ত ১২ ইনিংসে ২২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে...