ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে প্রজেকশন মিটিংয়ের আবেদন না করেই হল প্রশাসন অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হল প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন শামীম হোসেন।আরো পড়ুন:আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: ড. জসীম উদ্দিনডাকসু জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে: ঢাবি উপাচার্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: ড. জসীম উদ্দিন শামীম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেন, “মৈত্রী হলে আমরা আবেদন করেও হল থেকে অনুমোদন পাইনি। ফলে যেতে পারিনি। আপুদের কাছে ক্ষমাপ্রার্থী।” এতে গত ৫ সেপ্টেম্বরের তারিখ সংবলিত কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্রের ছবি যুক্ত করেন তিনি। হল প্রশাসন জানিয়েছে, প্রজেকশন মিটিংয়ের জন্য তাদের পক্ষ থেকে...