আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন দুই হাজারের বেশি পুলিশ সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনের দিন সকাল থেকে ২,০৯৬ জন পুলিশ ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। সোমবার বিকালে টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, “বর্তমানে নিরাপত্তায় রয়েছেন ১,৭৭১ জন পুলিশ সদস্য। নির্বাচনকালীন এ সংখ্যা বেড়ে দাঁড়াবে দুই হাজারেরও বেশি। তাদের পাশাপাশি র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করবে।” ডিএমপি কমিশনার আরও জানান, নিরাপত্তা জোরদারে ৮টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। থাকবে মোবাইল পেট্রোল, বিশেষায়িত টিম, সোয়াত টিম এবং সাদা পোশাকে ডিবি। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরায় সার্বক্ষণিক...