বরিশালের বিসিক শিল্পনগরে বিনিয়োগের তেমন আগ্রহ নেই দেশের বড় বড় উদ্যোক্তাদের। পদ্মা সেতু হওয়ার পর বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বরিশালমুখী হলেও গ্যাস সুবিধা না থাকায় বড় উদ্যোক্তারা বিনিয়োগ থেকে পিছিয়েছেন।এ ছাড়া বরিশাল বিসিকে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, ফায়ার স্টেশন এবং শিল্প পুলিশ নেই, ফলে খালি পড়ে আছে বরিশাল বিসিকের শতাধিক প্লট। উদ্যোক্তারা বলেছেন, বরিশাল বিসিকে সুবিধা থাকলেও নেই গ্যাসের সুবিধা। তাই সবাই ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিভাগমুখী হচ্ছেন। অথচ বরিশাল থেকে স্বল্প দূরত্বে পায়রাবন্দর, এই কারণে পণ্য আমদানি-রপ্তানিও সহজ। উদ্যোক্তা আরিফুর রহমান বলেন একদশক ধরেই শুনে আসছি যে, ভোলার গ্যাস বরিশালে আনা হবে, কিন্তু কোনো ধরনের উদ্যোগ নেই। তাই বরিশাল অঞ্চলের শিল্প উদ্যোক্তারাও উত্তরাঞ্চলের দিকে আগ্রহী হচ্ছেন। অথচ আমরা বরিশালে থাকতে পারলেই বেশি লাভবান হতে পারবো। অঞ্চলের মানুষের কর্মসংস্থানও এখানে হতো।...