ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ কাল। প্রায় দুই সপ্তাহের জমজমাট প্রচারণা শেষে এখন চলছে ভোট উৎসবের ক্ষণগণনা। সুষ্ঠু ভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি ব্যস্ত ঢাবি প্রশাসন। চলছে ভোট কেন্দ্র ও বুথ স্থাপনের কাজ। এদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীর ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের আগের দিন সাইবার অ্যাটাক করার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের। অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরাও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন। অনেক প্রার্থী নির্বাচনি আচরণবিধি লংঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে কারচুপির শঙ্কার কথা জানিয়েছেন কোন কোন প্রার্থী। তবে জাল ভোট নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। আর কাল...