সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন জটিল একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে বর্তমান সরকারের সময়ে আইনটি বাস্তবায়নে চেষ্টা রয়েছে বলে জানান তিনি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। এ সময়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অপ্রকাশিত গল্প নিখুঁতভাবে তুলে আনার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন বাঁধা থাকা সত্ত্বেও সংবাদ প্রকাশে কাজ করে গেছেন। বর্তমান সরকার বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর পাশে রয়েছে।’ মাহফুজ আলম বলেন, ‘দেশের সব সাংবাদিককে একসঙ্গে এই সুরক্ষা ও...