দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর সম্পূর্ণ নতুন এক পরিস্থিতিতে, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাপক আশা ও উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। এবারের নির্বাচনের একটি বড় বৈশিষ্ট্য হলো, মূল ধারার বড় দুই রাজনৈতিক দলের একটির কোনো প্রতিনিধিত্ব নেই, তারপরও অন্তত পাঁচটি বড় পক্ষ রয়েছে ভোটের লড়াইয়ে। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, এনসিপির ছাত্র সংগঠন বাগছাস, জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ও বাম ছাত্র সংগঠনগুলো সমর্থিত প্যানেল। তবে নির্বাচনপূর্ব আলোচনায় বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি, প্যানেলে ভাঙন সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত বাক্য বিনিময়, প্রোপাগান্ডা–...