আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নাইন-ইলেভেনের পর সারা বিশ্বে ইসলাম ফোবিকের যে ব্যাপক প্রসার হয়েছিল এরই সুযোগ নেয় প্রতিবেশী ভারত। তারা তাদের দালাল সরকার বাংলাদেশের মসনদে বসিয়ে আলেমসমাজ ও দেশপ্রেমিকদের ওপর নির্যাতন চালিয়েছিল। বর্তমানেও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে আলেমদের সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।সোমবার আমার দেশ-এর সাংবাদিক রকীবুল হকের লেখা ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এ কথা বলেন।অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক বলেন, ফ্যাসিবাদ আমলে দেশের আলেম সমাজকে বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনা অনেক আগেই শুরু হয়েছিল। বিগত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার বিষয়টি ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয় এবং আলেমদের ট্যাগ দেওয়া শুরু করে। ভারত তার দালাল হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়ে আলেম সমাজের ওপর...