মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শহীদ চত্বরের সামনে থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত ৫ শতাধিক নেতাকর্মী এ মৌন কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কোনো কারণ দর্শানো ছাড়াই অবৈধভাবে মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে। পত্রে ‘দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত’ থাকার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। তারা আরও দাবি করেন, দুঃসময়ে দলের জন্য নিবেদিত ছিলেন মাসুদ রানা, অথচ তাকে অন্যায়ভাবে স্থগিত করা হয়েছে। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের...