সাংস্কৃতিক বিজয় ছাড়া দেশের চূড়ান্ত বিজয় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত “নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন,“বাংলাদেশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে, সাংস্কৃতিক বিপ্লব আনতে হবে। অথচ রাজনৈতিক দলগুলো সাংস্কৃতিক লড়াইয়ের পরিবর্তে কেবল ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত।” তিনি আরও বলেন,“বর্তমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো জ্ঞানভিত্তিক লড়াই। ইতিহাস জানতে হবে, হাসিনার তৈরি ন্যারেটিভের বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে।” ভারত প্রসঙ্গে শরীফ ওসমান হাদি বলেন,“ভারতীয় আধিপত্যবাদ যেকোনো মুহূর্তে আমাদের জন্য মরণকামড় হয়ে দাঁড়াতে পারে। এই লড়াইয়ে জয়ী হলে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ কিছুটা হলেও দূর...