রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদ’ প্রণয়নের যে উদ্যোগ নিয়েছিল সেটি এখনও চূড়ান্ত করা যায়নি। সনদ বাস্তবায়ন কীভাবে হবে, এ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্যের কারণেই সনদ চূড়ান্তকরণে জটিলতায় পড়েছে ঐকমত্য কমিশন। জটিলতা নিরসনে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। বৈঠক সূত্রে জানা গেছে, সনদের সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে এবং অন্য সংস্কার প্রস্তাবগুলো সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে বলে বৈঠকে মতামত এসেছে। কমিশন সূত্রে জানা গেছে, দু’একদিনের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ’- এই দুটি দলিল সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো যাবে বলে আশা করছে কমিশন। সনদ...