ছয় বছর পর মঙ্গলবার সকাল আট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্য দিয়ে গঠিত হবে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ বা ডাকসু। এবারের নির্বাচনে ১৮টি আবাসিক হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জুড়ে স্থাপিত ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট দেবে। এসব কেন্দ্রে হল সংসদের জন্য ২৪টি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৫৬টি ভোট বাক্স বরাদ্দ করা হয়েছে। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। সব মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবে। এবারের নির্বাচনে সংগঠনের নামে প্যানেল দিয়েছে শুধু...