টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে দেশের ক্রিকেটারদের তাকিয়ে থাকতে হতো বিপিএলের দিকে। আরেকটি টি-টোয়েন্টি লিগ না থাকার আক্ষেপ ছিল ক্রিকেটারদের। সেই আক্ষেপ ঘুচেছে গত বছর। প্রথমবার আয়োজন করা হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি। চলতি বছর আরও বড় পরিসরে আয়োজন হচ্ছে সেই টুর্নামেন্ট। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এনসিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে এনসিএল আয়োজনের উদ্দেশ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম বলেন, ‘গত বছর থেকে এনসিএল টি-টোয়েন্টি চালু করেছি। আমাদের ইচ্ছে ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে। সেজন্য এবার আরও বড় করে এনসিএল আয়োজন করার চেষ্টা করেছি।’ আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে এখনও মানিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এর কারণ হিসেবে অনেকবারই অভিযোগের কাঠগড়ায় উঠেছে উইকেটের মান। তাই এবারের এনসিএল টি-টোয়েন্টিতে উইকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম...