বরগুনায় স্ত্রীর গলাকাটা ও দিনমজুর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে গিয়ে ভুক্তভোগী পরিবারের দুই কন্যা শিশুকে আশ্রয় ও শিক্ষার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন দলটির জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ হারুন। এরআগে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে আকলিমা (২৭) ও স্বপন মোল্লা (৩২) নামের ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। এসময় তাদের পাঁচ বছর ও এক বছর বয়সী দুই কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত স্বপন মোল্লা পেশায় স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। খোঁজ নিয়ে জানা যায়, নিহত স্বপন স্ত্রী ও দুই শিশু কন্যাকে নিয়ে আলাদা এক ঘরে বসবাস করতেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে স্বপনের পাঁচ বছরের মেয়ে সাদিয়া ঘুম থেকে...