সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নারী তার স্বামী-সন্তানসহ কাঁচপুর এলাকার অস্থায়ী বাসিন্দা ছিলেন। এ ঘটনায় দগ্ধ তাদের তিন সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জাগো নিউকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, বাচা নামের ওই রোগী ১টা ৪৫ মিনিটে মারা যান। এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে গ্যাসলাইনের লিকেজ থেকে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। পরে...