রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধে জড়িত সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এ অবস্থায় র্যাব-১-এর গোয়েন্দা ও আভিযানিক দল নিয়মিত চেকপোস্ট ও অভিযানের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে কাজ করছে। এর অংশ হিসেবে গতকাল রাতে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকা রিজেন্সি হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মাইক্রোবাসে থাকা চারজনকে আটক...