কমিটির পর কমিটি। এরপর আরও কমিটি! বিপিএলে দুর্নীতির অভিযোগের চূড়ান্ত সুরাহা করতে এই প্রক্রিয়ার ভেতর দিয়েই যাচ্ছে বিসিবি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার আরেকটি কমিটি গঠন করার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত বিপিএলে নানা দুর্নীতির অভিযোগ, অব্যবস্থাপনা ও পদ্ধতিগত ঘাটতি খতিয়ে দেখতে শুরুতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি দীর্ঘ তদন্তের পর তাদের প্রতিবেদন জমা দেয় কিছুদিন আগে। গত ১ সেপ্টেম্বর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সম্ভাব্য করণীয় ঠিক করতে আরেকটি কমিটি গঠন করেছে বোর্ড। সপ্তাহখানেকের মধ্যে এই কমিটি বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানান নাজমুল। এরপর পেরিয়ে গেছে সাত দিন। রাজধানী একটি হোটেলে জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী আয়োজন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল...