তহুরা খাতুনের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি (আরটিসি) আজ ৪০-০ গোলে উড়িয়ে দিয়েছে সামসে উইমেন ফুটবল ক্লাবকে। ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ড জয় এটি। ম্যাচে থিম্পুর একাধিক খেলোয়াড় করেছেন হ্যাটট্রিক। এই ম্যাচে বাংলাদেশের থেকে খেলেছেন তহুরা ও শামসুন্নাহার জুনিয়র। দুজনেই হ্যাটট্রিক পেয়েছেন। তবে গোলবন্যার ম্যাচে কে কতবার বল জালে পাঠিয়েছেন, সেটা জানাই যেন দুষ্কর হয়ে পড়েছে। ক্লাবটির ফেসবুক পেজের আপডেট অনুযায়ী শামসুন্নাহার ৭টি এবং তহুরা ৬ গোল করেছেন।...