ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড নরওয়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এক অদ্ভুত ঘটনায় মুখোমুখি হলেন। অদ্ভূত কারণে মুখে চোট পেয়েছেন তিনি। বাসের দরজার আঘাতে তাঁর ঠোঁটের নিচে কেটে যায় এবং সেখানে তিনটি সেলাই নিতে হয়েছে। ২৪ বছর বয়সী হালান্ড নিজের স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেন, যেখানে মুখে কাটা চিহ্ন দেখা যায়। ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন— “বাসের দরজায় ধাক্কা লেগেছে, ৩টি সেলাই দিতে হয়েছে।’ নরওয়ের সংবাদমাধ্যম ভিজি জানিয়েছে, লাগেজ রাখার দরজা হঠাৎ আঘাত করলে এই চোট পান হালান্ড। তবে গুরুতর কিছু হয়নি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই রসিকতা করে তিনি বলেছেন, চোটটি ‘দেখতে নাকি ভালোই লাগছে।’ নরওয়ে তাদের পরবর্তী বিশ্বকাপ বাছাই...