গ্রামবাসীদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রামটি মানচিত্র থেকে মুছে যেতে পারে। এলাকার লোকজন ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে মানববন্ধন করেছে। ঘিওর উপজেলার ৫টি এবং বালিয়াখোড়া ইউনিয়নে ৩টি গ্রামের অন্তত ৩ কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম কুমুল্লী গ্রাম। ভাঙনে সর্বস্বান্ত হয়ে পড়ে অন্যত্র সরে যাচ্ছেন এ গ্রামের মানুষজন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কার্যকর উদ্যোগ না নেওয়ায় ভাঙন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। ঘিওর পূর্বপাড়া রাস্তাটি ৮০ ভাগ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তাদের আশঙ্কা অবিলম্বে ব্যবস্থা না নিলে পুরো গ্রাম মানচিত্র থেকে মুছে যেতে পারে। সরেজমিন দেখা গেছে, উপজেলার কুস্তা, শ্রীধরনগর, ঘিওর পূর্বপাড়া, মাইলাগী, বৈলট এবং বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুমুল্লী, পেচারকান্দা, পশ্চিম জাবরা ভাঙ্গন ভয়াবহ আকার ধারন করেছে। কালীগঙ্গার ভাঙনে গত তিন...