শরৎ যখন হাতছানি দেয়, শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া ছড়া ঘেরা বালুচরগুলো বেছে নেয় সাদা পোশাক। বিকালে বিটিআরআই সংলগ্ন ছড়ার পাড়ে দাঁড়িয়ে দেখলে দেখা যায় বাতাসে দোল খাওয়া কাশফুল, যেন এক নিঃশব্দ সাদা ঢেউ। চা বাগানের সবুজ-কাচায় সেই শুভ্রতা অন্য এক জ্যোৎস্না এনে দেয় শব্দহীন, মৃদু এবং মোহে ভরা। আনাচে-কানাচে ছড়ার ধারে ঘন কাশবন; ভানুগাছ সড়কের বালুচর থেকে শুরু করে নদীর দুই ধারে কাশফুল যেন দিগন্তজোড়া সাদা রেখা টেনে দিয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন—কাশফুল ছন গোত্রীয় একধরনের ঘাস, আদি নিবাস রোমানিয়া, সাধারণত নদীর ধারে, চরাঞ্চল, জলাভুমি বা উঁচু জমিতেও বাড়ে। শীতের আগমনী এই দুই-তিন মাসে (আগস্ট থেকে অক্টোবর) কাশফুল সবচেয়ে বেশি চতুর্মুখে থাকে, আর শ্রীমঙ্গলের এই অংশটিই সেই অবস্থার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এখানে মানুষ আসে ব্যস্ত শহর-দিন থেকে নিঃশ্বাস ফেলার জন্য।...