চলতি সেপ্টেম্বরের প্রথম সাতদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৯ হাজার ৪০৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম সাতদিনে প্রবাসী আয় এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ। অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৫৬৭ কোটি ১০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪৭২ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি...