০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে লাবু খান (১৮) নামে নিখোঁজ যুবকের মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত লাবু খান বামনডাঙ্গা বন্দর এলাকার মতিয়ার রহমান খানের ছেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাবু তার পিতার সাথে উপজেলার বামনডাঙ্গা বন্দরের পাশ দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরি দল টানা ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ঘাঘট নদীর গভীর পানির নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, লাবু তার পিতার সাথে নদীতে গোসল করতে নামে। পরে লাবু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্যপাড়ে গেলেও ফেরার সময় মাঝখানে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না...