চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ওসি হিসেবে মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে বদলি করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল। তিনি বলেন, জনস্বার্থে এ বদলি করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাটহাজারী মাদ্রাসা নিয়ে আপত্তিকর পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে থানার দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদকে। রবিবার বিকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই...