রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। এ ঘটনায় তার সহযোগী ফাহিম (২৩) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২, ব্লক-ই এলাকায় গণপিটুনির এ ঘটনা হয়। নিহত ইয়ামিন ভোলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার ছেলে। তিনি ঢাকার ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, মোবাইল ফোন ছিনতাইয়ের সময় দুই যুবককে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া...