কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। যদিও অভিযুক্ত শিক্ষক এমন অভিযোগ নাকচ করেছেন। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু লোকজন তাকে মারধর করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন। সোমবার সকালে স্কুলে এলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনি দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু লোকজন মিথ্যা অভিযোগ তুলে আমাকে মারধর করেছে। একফাঁকে সেখান থেকে পালিয়ে আসি।’’ দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। বিষয়টি...