যুক্তরাষ্ট্র বিদেশিদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের নাগরিককে এখন তাদের নিজ দেশে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসার সাক্ষাৎকার দিতে হবে। অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকবে না। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।’নতুন এ পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর। করোনার পর ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানিতে গিয়ে সাক্ষাৎকার নিতেন।নতুন নিয়মে ব্যবসা (B1) ও পর্যটন (B2) ভিসার জন্য অন্য দেশে আবেদন করা যাবে না। তবে আফগানিস্তান, কিউবা বা ইরানের মতো দেশগুলোতে ভিসা পরিষেবা সীমিত থাকায় সেখানে কিছু দূতাবাস থেকে আবেদন করার সুযোগ...