নানা শঙ্কা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামীকাল ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এখন অপেক্ষা করছেন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য। অভিযোগ উঠেছে, এবারের ডাকসু নির্বাচনে নারীদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। একদিকে নির্বাচনী মাঠে নারীদের নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পক্ষের নারীদের বিরুদ্ধে অবমাননাকর বিদ্বেষ প্রচার করা হচ্ছে। তাদের সামনে রেখে করা হচ্ছে নোংরা রাজনীতি। এবারের ডাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারী প্রার্থীদের ভূমিকা ও নারী নিরাপত্তা ইস্যু। প্যানেলগুলোর দেওয়া ইশতেহারে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটিও ‘নারী নিরাপত্তা’। এর মধ্যেই নারী প্রার্থীদের ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের সাইবার বুলিং ও অপপ্রচার, যা নিয়ে উঠেছে নানা অভিযোগ। ছাত্রদল ও শিবিরের পক্ষ থেকে এ...