যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে নিয়োগ দেন। তিনি অভিবাসন, পুলিশিং ও জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোর দায়িত্ব পেয়েছেন। শাবানা নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের। মন্ত্রী হিসেবে তার প্রথম দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে...