ভারতের পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা দিয়ে বাঙালি যুবককে চরম মানসিক হেনস্থা অতঃপর কেড়ে নেওয়া হলো চাকরি। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। ঘটনার প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। জানা গেছে, এইচআর ম্যানেজার হিসেবে গত মার্চে শিলিগুড়িতে ‘টি লিঙ্কার্স ও বনসল টি’ নামের এক কোম্পানিতে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তরের জেলা শিলিগুড়ি যুবক অভিষেক সেনগুপ্ত। শিলিগুড়িতেই তার জন্ম এবং বড় হওয়া। বাবা ছিলেন রেলকর্মী। অভিষেকের দাবি, ওই সংস্থার সংখ্যালঘু নিয়োগে আপত্তি ছিল। সেই কারণে এক সংখ্যালঘু নিরাপত্তাকর্মীকে ছাঁটাই করে বলে অভিযোগ।আরো পড়ুন:মৃতদেহ সৎকার করেন যে নারীগঙ্গার পানিচুক্তি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারত গঙ্গার পানিচুক্তি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারত তিনি বলেন, “আমি ওই কর্মীকে ফেয়ারওয়েল দিই। তারপরই আমি খারাপ নজরে পড়ে যাই। এরপরই গত এক মাসে আমাকে...