০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের এক বছরেও দেশে কাংখিত স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হয়নি। যা জাতির জন্য দুঃখনজনক। প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে এবং দেশের সর্বত্র অরাজকতা বিরাজ করছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালিন সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অন্যথায় ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হবে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই পশ্চিমবাজারে চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শিপুল আহমদের সভাপতিত্বে...