জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলটির নিবন্ধন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং আরো একজন নেতা।আরো পড়ুন:বদরুদ্দীন উমরের মৃত্যুতে এনসিপির শোকআ.লীগ-জাপা চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা জানান, জাতীয় নাগরিক পার্টি দলীয় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আবেদন করেছে এবং তা এখন প্রক্রিয়াধীন। কমিশনের সিনিয়র সচিবের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট রিপোর্ট কমিশনে জমা পড়ছে। তিনি বলেন, “কমিশন জানিয়েছে, এই রিপোর্টগুলো যাচাই-বাছাই করে...