রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ভিপি (সহ-সভাপতি) ২০ জন এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ৩২২টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে রাকসুতে ২৬০ জন এবং সিনেটে ৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এসব তথ্য জানান। গত ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। ওই সময় রাকসুতে ৩৯৫ জন, সিনেটে ৮৪ জন এবং ১৭টি হলে ৭৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেই হিসাবে মনোনয়নপত্র জমা দেননি- রাকসুতে ১২৬ জন, হল সংসদে ১৫১ জন এবং সিনেটে ২২ জন। দাখিলকৃতদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে ১৬ জন,...