মোল্লাপাড়ায় গিয়ে মালপাহাড়িয়াদের নিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন মিজানুর রহমান মিনু। রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া সম্প্রদায়ের পরিবারগুলোকে আশ্বস্ত করে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘‘তাদের কেউ উচ্ছেদ করতে পারবে না।’’ যারা এ জমি দখলের চেষ্টা করছেন তাদের ‘লালঘরে’ যাওয়ার জন্যও প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোল্লাপাড়ায় গিয়ে মালপাহাড়িয়াদের নিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।আরো পড়ুন:ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানেরতারেক রহমানের ৩১ দফা, টাঙ্গাইলে লিফলেট বিতরণ ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের মিনু বলেন, ‘‘এই দেশ সবার। এরা জন্মসূত্রে এই জায়গার মালিক হয়েছে। আমাদের বর্তমান নেতা তারেক রহমান। এটি উনি দেশের বাইরে থেকে নিজে পর্যবেক্ষণ করেছেন। সমাজের এই গরিব-অসহায় মানুষগুলো দীর্ঘদিন ধরে...