ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের রেললাইনে ফিরে না আসে, ততক্ষণ বিএনপির আন্দোলন চলবে। যেকোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরো বলেন, “আমাদের দ্বিতীয় শপথ হলো— ৩১ দফার আলোকে এই দেশকে পুনর্গঠন করা। সেই লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করতে হবে।”আরো পড়ুন:মালপাহাড়িয়াদের কেউ উচ্ছেদ করতে পারবে না: মিনুতারেক রহমানের ৩১ দফা, টাঙ্গাইলে লিফলেট বিতরণ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান অভিযোগ করেন, “দেশে জবাবদিহিতার ব্যবস্থা ধ্বংস...