গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসনী সেতুর নিরাপত্তা রক্ষায় হরিপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে আরআরএফ পুলিশ মোতায়ন করা হয়েছে। সেতুর হরিপুর এলাকা থেকে চিলমারী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দুরত্ব পায়ে হেঁটে টহল দেয়া অত্যন্ত কষ্টকর হচ্ছে। সে কারনে পিক-আপ ভ্যানের দাবি করেছেন টহল পুলিশ। সেই সঙ্গে সেতুর ল্যাম্পপোষ্টের চুরি হয়ে যাওয়া তার গত বৃহস্পতিবার হতে সংযোগ দিতে শুরু করেছেন চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ১ সেপ্টেম্বর সোমবার রংপুর রেঞ্জের আর আর এফ পুলিশকে সেতুর নিরপত্তার দায়িত্ব বুঝে দিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ। আপাতত সেতুর হরিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্পে অবস্থান করে সেতুর নিরাপত্তায় ১৫ জন পুলিশ সদস্য রুটিন দায়িত্ব পালন করছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ- চিলমারী তিস্তা নদীর উপর গত ২০ আগষ্ট ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়। সেইদিন সন্ধ্যায় সেতুর...