রাজধানীর বাড্ডায় অটোরিকশা চালককে খুন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুই যুবক। তবে রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তারা। নিহত চালকের নাম মাসুদ কাজল (৪২)। সোমবার বেলা ১২টার দিকে বাড্ডার কাঠালদিয়া এলাকায় বসুন্ধরা গেটের বিপরীত পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শ্যালক মো. সেলিম জানান, মাসুদের বাড়ি নেত্রকোনার দূর্গাপুর উপজেলায়। তিনি স্ত্রী ও তিন সন্তানকে গ্রামে রেখে রাজধানীর ভাটারার ফাসেরটেক এলাকায় থাকতেন এবং ভাড়ায় অটোরিকশা চালাতেন। রবিবার বিকালে তিনি নতুনবাজার এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। স্থানীয় সূত্রে জানা যায়, রাতেই দুই যুবক মাসুদের রিকশা নিয়ে বিক্রির জন্য গ্যারেজে গেলে মালিক রিকশাটি চিনে ফেলেন।চালকের খোঁজ জানতে চাইলে তারা কোন উত্তর দিতে পারেনি এবং রিকশাটি নিজেদের বলে দাবি করে। পরে গ্যারেজ মালিক...