ইরানের ফার্স প্রদেশের মোরগাব সমভূমি। চারপাশে বিস্তৃত নীরবতা, দূরে পাহাড়ের আঁকাবাঁকা রেখা,আর মাঝখানে দাঁড়িয়ে আছে সাদামাটা অথচ মহিমান্বিত এক সমাধি।এটি ‘কুরুশ-এ-কাবির’ (মহান কুরুশ) বা ‘সাইরাস দ্য গ্রেট’-এর চিরনিদ্রার স্থান। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নির্মিত পাসারগাদ ছিল পারস্যের আকেমেনীয় সাম্রাজ্যের প্রথম রাজধানী—যা ‘কুরুশ’ বা ‘সাইরাস’-এর নির্দেশে তৈরি করা হয়। যুদ্ধক্ষেত্রে সাইরাস নিহত হওয়ার এর নির্মাণকাজ থেমে যায়। বর্তমানে পাসারগাদে অবস্থিত সাইরাসের সমাধি— এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন। শিরাজ-ইসফাহান মহাসড়ক থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে সমাধিটি অবস্থিত। চুনাপাথর ও মাটি দিয়ে নির্মিত এই প্রত্নতাত্ত্বিক স্থানকে ২০০৪ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। পাসারগাদ প্রতিষ্ঠার গল্প আসলে ‘সাইরাস দ্য গ্রেট’-এর সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে। তিনি যখন মিডিয়া, লিডিয়া ও ব্যাবিলনের মতো শক্তিশালী সাম্রাজ্য জয় করে বিশাল ভূখণ্ডকে একত্রিত করেন, তখন একটি...