দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার, ন্যূনতম দর নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতি কেজি সাড়ে ১২ ডলার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের নীতিগত এই সিদ্ধান্তের কথা তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা। সে হিসেবে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি দর হবে কমপক্ষে ১ হাজার ৫২১ টাকা ২৫ পয়সা। ন্যূনতম দর নির্ধারণ করে দিলেও রপ্তানির সর্বোচ্চ সীমা ঠিক করেনি সরকার। ভারতে ইলিশ রপ্তানির খবর ছড়ানোর পর দেখা যায় দেশে ইলিশের দাম বেড়ে গেছে। প্রতিটি মাছের আকার ও ওজন ভেদে ইলিশের দামের ইলিশের দামের হেরফের হয়ে থাকে। টিসিবির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে সোমবার প্রতি কেজি ইলিশের দর ছিল ৯০০ টাকা...