ঢাকা:আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা আমিনুল ইসলামসহ তার চার সহযোগীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকে দেড় কোটি টাকারও বেশি নগদ অর্থ, জালিয়াতিতে ব্যবহৃত পাসপোর্ট ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরে আমিনুল ইসলামের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। গ্রেফতাররা হলেন আমিনুল ইসলাম (৪৬), আব্দুল হাকিম (৫৬), মো. নূর ইসলাম (৩১), আসাদুজ্জামান (৩৫) ও মো. শাহরিয়ার শেখ মুরাদ (৪২)। সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। র্যাব-২ জানায়, পাঁচজনকে ধরার সময় তাদের কাছে নয়টি পাসপোর্ট, ১০টি স্মার্টফোন, একটি বাটন ফোন ও মানবপাচারের মাধ্যমে অর্জিত নগদ এক কোটি ৫৬ লাখ ২৬ হাজার...