বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আগামী বছর বিশ্বকাপ খেলে অবসর নিতে পারেন তিনি। তবে এ বিষয়ে পরিষ্কার কিছু জানাননি এই তারকা ফুটবলার। এদিকে মেসির বিশ্বকাপ খেলার নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি কোচ স্কালোনি। তার ভাষ্য, বিশ্বকাপ নিয়ে লিওর (মেসি) সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। ওকে সময় নিতে হবে, শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে—এইটুকুই জানি। এটা ওর প্রাপ্যও বটে। তাকে একা থাকতে দিতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকাল ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এসব কথা বলেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে খেলবেন না মেসি। তাই একজন নতুন অধিনায়ককে বেছে নিতে হবে স্কালোনিকে। যেখানে তিনি ভরসা রেখেছেন ওতামেন্দির উপর। তিনি বলেন, লিও না...