সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। স্থানীয় সংবাদমাধ্যম অনলাইনখবর জানায়, সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। পত্রে রমেশ লেখক উল্লেখ করেন, ‘আজকের বিক্ষোভে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এর জন্য আমাকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং নৈতিক কারণে আমি এই পদে আর থাকছি না।’ দ্য হিমালিয়ান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২৫০ জনের বেশি বিক্ষোভকারী, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপ বাড়তে থাকায় তিনি পদত্যাগে বাধ্য হন। অন্যদিকে, দেশটির বিরোধী দলগুলো অভিযোগ করেছে, বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন গণতান্ত্রিক অধিকার...