সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে ‘জেন‑জি প্রজন্ম’ প্রতিবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং ৩০০’র অধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন জায়গায়, বিশেষ করে সংসদ ভবন আশপাশে বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা চালায়। এক কর্মকর্তা জানান, কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সংসদ চত্বরে প্রবেশ করার পর একটি অ্যাম্বুলেন্সে আগুন দেন এবং দাঙ্গা পুলিশের দিকে ইট-পাথর ছুঁড়ে। এক বিক্ষোভকারী ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছে। আমার পাশ দিয়ে একটি গুলি চলে যায় — তা আমার পেছনে দাঁড়িয়ে থাকা একজনের হাতে লাগে। পুলিশ কর্মকর্তা শেখর খানাল রয়টার্সকে বলেন, ‘সংঘর্ষে ২৮ জন পুলিশ সদস্যসহ শতাধিক আহত হয়েছে; আহতদের...