বড় আশা জাগিয়ে এবার এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। লিটন-জাকেরদের লক্ষ্য এবার শিরোপা নিয়ে দেশে ফেরা। তবে শিরোপা তো দূরের কথা, বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকে সুপার ফোরেই দেখছেন না অনেক ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকরা। এবারের এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোর এর যাওয়ার দৌড়ে মূল লড়াইটা হবে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যেই। তবে এই দৌড়ে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন অনেকে। এশিয়া কাপের দামামা শুরুর আগে বি-গ্রুপ থেকে বাংলাদেশের সম্ভাবণা নিয়ে সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বলেছিলেন, ২০২৫ এশিয়া কাপে বাংলাদেশের দৌড় থামবে লিগ পর্বেই। একদিন পরেই সেই সুরে তাল মেলান শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তিনিও বলেন, এশিয়া...