ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২ কোটি ৮৬ লাখ টাকা ‘আত্মসাতের’ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক এমপি, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন বলে দুদকের প্রসিকিউটর সুলতান মাহমুদ জানিয়েছেন। শুনানিতে বিচারক মোরশেদ আলমের কাছে জানতে চান কোম্পানির সম্পদ কত টাকার। জবাবে তিনি বলেন, ৮৫ কোটি টাকার। বিচারক বলেন, ৮৫ কোটি টাকার সম্পদের মধ্যে ২ কোটি টাকা আত্মসাৎ। এরপর বিচারক প্রশ্ন করেন, ব্যক্তিগত সম্পদ কত টাকার? সেসময় মোরশেদ আলম বলেন, ‘এই মুহূর্তে মনে নেই’। তারপর অর্থ আত্মসাতের মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগে কোম্পানিটির চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল মামলা করে দুদক। তার বিরুদ্ধে...