আট বছর পর জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. পয়গাম আলী। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন। তিনি এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা মূলত জমে ওঠে দুইজনের মধ্যে। মো. পয়গাম আলী...