চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের উন্নত চিকিৎসা, শতভাগ আবাসন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করে প্রশাসনিক ভবন, শহীদ মিনার হয়ে কাটা পাহাড় রোড ঘুরে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাখা সভাপতি মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ। সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।তা না হলে প্রশাসনকে শান্তিমতো পদত্যাগও করতে দেওয়া হবে না। শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ...