দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করতে বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে অনুশীলন ও বিমান যাত্রার পূর্বে নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন কোচ লিওনেল স্কালোনি। সেখানে তিনি একাদশ নিয়ে খুব বেশি ইঙ্গিত না দিলেও, লিওনেল মেসির বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে সতর্ক অবস্থান নেন এবং নিজের সাত বছরের দায়িত্বকালকে মূল্যায়ন করেন। মেসি (খেলোয়াড় ও কোচিং স্টাফের সম্মতিতে বিশ্রামে) এবং হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ ক্রিস্তিয়ান রোমেরোকে ছাড়াই খেলতে হবে আলবিসেলেস্তেদের। তাই অন্তত দুইটি পরিবর্তন নিশ্চিত। তবে স্কালোনি জানান আরও পরিবর্তন হবে, ‘আমরা অবশ্যই আরও কিছু পরিবর্তন করব। যারা এতদিন কম খেলেছে, তারাও সুযোগ পাওয়ার যোগ্য। ’ একজনের নাম নিশ্চিত করেছেন তিনি—লাউতারো মার্তিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি নামার পর গোল করেছিলেন তিনি। স্কালোনি বলেন, ‘লাউতারো আগামীকাল শুরু করবে। কোন...